Sketchware দিয়ে অ্যাপ বানানো কোডিং ছাড়াই স্টেপ বাই স্টেপ পূর্ণাঙ্গ গাইড

 


Sketchware দিয়ে অ্যাপ বানানো কোডিং ছাড়াই স্টেপ বাই স্টেপ পূর্ণাঙ্গ গাইড

অ্যাপ ডেভেলপমেন্টকে অনেকেই শুধুমাত্র কোড লেখার কাজ মনে করেন। বাস্তবে নতুনদের জন্য এমন টুলস আছে যেগুলো ব্যবহার করে কোড না লিখেই কার্যকরী অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করা সম্ভব। Sketchware সেই ধরনের একটি ভিজ্যুয়াল অ্যাপ বিল্ডার, যেখানে ইউজার ইন্টারফেস তৈরি হয় ড্র্যাগ ও ড্রপ করে এবং লজিক লেখা হয় ব্লক-ভিত্তিক ইভেন্ট কোড দিয়ে। এই পোস্টে ধাপে ধাপে সবকিছু ব্যাখ্যা করা হয়েছে এবং প্রতিটি ধাপের সাথে সম্পর্কিত ফিচারও দেখানো হয়েছে।

Sketchware Download করা

নিচের লিংকে গিয়ে আগে Sketchware Pro অ্যাপটি ডাউনলোড করে নিন। Sketchware বেসিক ভার্সন প্লে স্টোর থেকে রিমুভ করা হয়েছে। সবাই এখন প্রো ভার্সন ব্যবহার করে। প্রো ভার্সনে আরো বেশি ফিচার পাবেন।

Post a Comment

0 Comments